ঢাকাতে আরও ৬ টি মেট্রোরেলের লাইন তৈরি করার পরিকল্পনার নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রনালয়ের সভাকক্ষে আয়েজিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের মেট্রোরেল কলকাতা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের চেয় উন্নত ও আকর্ষনীয়।
ওবায়দুল কাদের আরও বলেন, ঢাকা ও চট্টগ্রাম আরও দুটি লেন করা হবে।
এলিভেটেট এক্সপ্রেসওয়ের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকারেের সময়ে অর্ধেক এলিভেটেট এক্সেপ্রেসওয়ে চালু করা হবে বাদ বাকিটা পরে চালুকরা হবে।
মেট্রোরেল ভাড়ার বিষয়ে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, মেট্রোরেলের ভাড়া স্বাভাবিক করা হয়েছে যেন সবাই যাতায়াত করতে পারে। তিনি বলেন, এখন রিকশায় উঠলেই ২০ টাকা ভাড়া গুনতে হয়।