মারা গেলেন ফুটবলের কিংবদন্তি খেলোয়াড় পেলে। বৃহস্পতিবার রাতে পৃথিবীর মায়া ছেড়ে পরপাড়ে পাড়ি জমান পেলে।
দীর্ঘ দিন মরনব্যাধি ক্যান্সারের সাথে যুদ্ধ করে পরাজয় মেনে নিয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল পেলে।
ব্রাজিলের সাওপাওলোর একটি হাসপাতালেে পেলের মৃতু হয়। পেলের মেয়ে কেলি সামন্তো পেলের মৃত্যু সংবাদ জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৮২ বছর। পেলে ১৯৫৭ থেকে ১৯৭১ পর্যন্ত ব্রাজিলের হয়ে ফুটবল মাতিয়েছেন।
পেলে ব্রাজিলকে ৩ টি বিশ্বকাপ শিরোপা জিতিয়েদিয়েছেন ।