ব্রাজিলের ফুটবল মহারথী পেলের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ করেছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, ফুটবলার পেলের নেতৃত্বে ব্রাজিল ৩টি বিশ্বকাপ জয় লাভ করেছে এবং ব্রাজিলের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় হচ্ছে পেলে।
ব্রাজিলের হয়ে পেলে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ সালের বিশ্বকাপ জিতেন পেলে এবং ব্রাজিলের সর্বাচ্চ গোলদাতার রেকর্ডটিও পেলের দখলে রয়েছে।
পেলের মৃত্যুতে বিশ্বক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।