প্রেম মানে না কোন বাঁধা। প্রেমে মানে দুটি হৃদয়ের মন দেওয়া নেওয়া। সাত সমুদ্রের তের নদী পার হয়ে প্রেমের টানে বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় ছুটে আসলেন নেপালের তরুণী জ্যােতি।
জ্যোতির সাথে রাসেল হোসেনের পরিচয় হয় সাইপ্রাসে। সাইপ্রাসের একটি কোম্পানিতে চাকরি করতেন দুজন। চাকরির সুবাদে রাসেল হোসেনর সাথে পরিচয় হয় দুজনের। দীর্ঘ ৪ বছর প্রেম করেন দুজন, এরপর মন দেওয়া নেওয়া এবং পরিশেষে বিয়ে করেন দুজন।।
গত ২৩ নভেম্বর ঢাকায় আসেন জ্যাতি, ঢাকায় এসে ধর্ম পরিবর্তন করেন নেপালের এই তরুণী।
এরপর প্রেমিক রাসেল হোসেন সাথে বিয়ের পিড়িতে বসেনন জ্যাতি, ধর্ম পরিবতন করে জ্যোতির নাম রাখা হয়েছে খাদিজা বেগম।
রাসেল হোসেন লক্মীপুর জেলার রায়পুর উপজেলার কাঞ্চন গ্রামের ৬ নং ওয়ার্ড বাসিন্দা এবং জ্যোতি নেপালের সোনাচুড়ির মেয়ে।
জ্যোতি বলেন, বাংলাদেশে বাস করে দাম্পত্য জীবন উপভোগ করতে চাই।
এদিকে, রাসেল হোসেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় সেই জন্য সবার দোয়া চেয়েছেন।