মিয়ানমারের গনতন্ত্রপন্থী নেতী অং সাং সুচিকে দুর্নীতির দায়ে আরও ৭ বছর কারাদন্ড দিয়েছে দেশটির সামরিক আদালত।
এর আগে গত বছর সুচীকে ২৬ বছরের জেল দেয় আদালত।
গত বছর পহেলা ফ্রেব্রুয়ারী শুচীর দল এনএলডি নির্বাচনে জয় লাভ করে এবং ক্ষমতা দখল করেন।
দাপ্তরিক কাজ গোপন রাখা এবং ব্যাক্তিগত তথ্যে ফেঁসে যান সুচী। বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করেছে।
মিয়ানমারের সামারিক জান্তা সরকার বর্তমানে ক্ষমতা দখল করে দেশ পরিচালনা করছে।
শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ৭৭ বছর বয়সী এই এই নেত্রী বর্তমানে কারাবন্দী আছেন।