1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কোরবানির পশুর হাট, উত্তরে বিএনপি নেতাদের পকেটে, দক্ষিণে অনিশ্চিত চার হাট

  • প্রকাশিতঃ বুধবার, ২৮ মে, ২০২৫

 

যদিও পবিত্র ঈদুল আজহার আর মাত্র ১০ দিন বাকি। তবে এখনও রাজধানীতে কোরবানির পশুর হাটের ইজারা কার্যক্রম শেষ করতে পারেনি দুই সিটি করপোরেশন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সাতটি হাটের ইজারার দর উন্মুক্ত হয়েছে গতকাল মঙ্গলবার। গত ১৬ বছরের ধারাবাহিকতায় এবার পশুর হাটের ইজারায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ অংশ নেননি। সর্বোচ্চ দর দিয়ে বিএনপি নেতাকর্মীরাই হাটের ইজারা পাচ্ছেন।

এদিকে ১৩ দিন ধরে বিএনপি নেতা ইশরাককে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে আন্দোলন করছেন তাঁর সমর্থকরা। এতে দক্ষিণের চারটি পশুর হাটের ইজারা কার্যক্রম অনিশ্চিত হয়ে পড়েছে।

এ বছর ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর ১১টি স্থানে অস্থায়ী পশুর হাট বসানোর জন্য গত ২১ এপ্রিল বিজ্ঞপ্তি দেয় ডিএসসিসি। আর ডিএনসিসি তিন দফায় ১২টি হাটের জন্য বিজ্ঞপ্তি দেয়। এ ছাড়াও নতুন আরও দুইটি পশুর হাটের ইজারা বিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এর মধ্যে ডিএসসিসির আফতাবনগর ও মেরাদিয়ার পশুর হাট এবং ডিএনসিসির বাড্ডা ইস্টার্ন হাউস ও বনরূপা আবাসিক এলাকার হাট জনবহুল স্থানে হওয়ায় আদালত বাতিল করে দিয়েছেন। এ ছাড়া দুই সিটিতে মিরপুর গাবতলী ও ডেমরা সারুলিয়ায় দুইটি স্থায়ী পশুর হাট আছে।

ডিএনসিসি সূত্র জানিয়েছে, গত ১৫ মে ৮টি পশুর হাটের প্রথম পর্যায়ের উন্মুক্ত ইজারা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত শনিবার যাচাই-বাছাই শেষে খিলক্ষেত মস্তুল চেকপোস্ট-সংলগ্ন খালি জায়গায় সুরমি ইন্টারপ্রাইজের নামে মজিবুল্লা খন্দকার হাটের ইজারা নিয়েছেন। তবে হাটটি পরিচালনা করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আকতার হোসাইন। ঢাকা পলিটেকনিকের খেলার মাঠের হাটটি ইজারা পুনির্বিবেচনা করছে করপোরেশন। এ হাটটিতে সর্বোচ্চ ২ কোটি ১৭ লাখ টাকায় জায়ান এন্টারপ্রাইজের সত্বাধিকারী যুবদল নেতা মনিরুজ্জামান পাচ্ছেন বলে কর্পোরেশনের একাধিক সূত্র জানিয়েছে। বাকি ছয়টি হাট দ্বিতীয় পর্যায়ের ইজারার জন্য পুনর্বিজ্ঞপ্তি দেওয়া হয়।

গতকাল ডিএনসিসির এই ছয়টি হাটসহ মোট সাত হাটের ইজারার দর উন্মুক্ত হয়েছে। মিরপুর কালশী বালুর মাঠের খালি জায়গা সংলগ্ন হাটটি পেয়েছেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। সরকারি মূল্যের চেয়ে ৫০ লাখ টাকা কমে ৩০ লাখ ২০ হাজার টাকায় সর্বোচ্চ দর দিয়েছেন তিনি। সমকালকে মাসুদুর রহমান বলেন, ‘হাটের জায়গাটি অত্যন্ত কম।’

ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে উত্তরা রানাভোলা সুইচগেট পর্যন্ত হাটটির সর্বোচ্চ দর উঠেছে ৯৫ লাখ টাকা। মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আতিকুর রহমান এ দর দিয়েছেন। মিরপুর ইন্টার্ন হাউজিং হাটটি দ্বিতীয় পর্যায়ে ২ কোটি ৫৫ লাখ টাকা সর্বোচ্চ দরে পেয়েছেন মের্সাস সোহাগ এন্টারপ্রাইজের রতন মিয়া। রতন মিয়া বলেন, হাটের সঙ্গে মহানগর বিএনপির নেতাকর্মীরা যুক্ত আছেন।

বছিলার পশুর হাটটি সর্বোচ্চ ২ কোটি ৭১ লাখ টাকা দর দিয়েছেন মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহব্বায়ক জালাল মৃধা। ৪৪ নম্বর ওয়ার্ডের রহমান নগর আবাসিক এলাকার হাটটি সর্বোচ্চ দর উঠেছে ১৩ লাখ টাকা। আরহাম এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী বিএনপি নেতা শাহ মিরাজ এ দর দিয়েছেন। ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন হাটটিতে বিএনপি নেতা রফিকুল ইসলাম সর্বোচ্চ ৩ কোটি টাকা দর দিয়েছেন।

উত্তরার দিয়াবাড়ি হাট ইজারার দর উন্মুক্তের সময় বিএনপির দুই গ্রুপ কর্পোরেশনের কর্মকর্তাদের সামনেই বিবাদে জড়ায়। হাটটির সরকারি মূল্য ৮ কোটি ৯০ লাখ টাকা। এই হাটে পাঁচজন দরদাতার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৭ কোটি ৫২ লাখ টাকা দর দেন একজন চায়না বাংলা ট্রেডিংয়ের স্বত্তাধিকারী ও মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ। তিনি দুই কোটি ২৫ লাখ টাকা পে–অর্ডারও জমা দেন। তবে সর্বোচ্চ দরদাতা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগাঠনিক সম্পাদক এস এক খোকনের কর্মী এস এম ব্রাদার্সের স্বত্তাধিকারী আসলাম হোসেন ১০ কোটি টাকা দর দিলেও তিনি দরের সঙ্গে পে–অর্ডারের মূলকপি না দিয়ে শুধু ফটোকপি জমা দেন। এই সময় শিমুল আহমেদের কর্মীরা আসলামের দরপত্রটি বাতিল করার দাবি জানায় করপোরেশনের কাছে। আর খোকনের কর্মীরা সর্বোচ্চ দরদাতা হিসাবে তাদেরকে ইজারা দেওয়ার দাবি জানান কর্পোরেশনের কাছে।

এ বিষয়ে  খোকন বলেন, ‘হাটের ইজারার সঙ্গে খোকন ভাই আছেন। আমরা সর্বোচ্চ দরদাতা হিসাবে হাটটি পাব বলে আশা করছি।’

আজ বুধবার মিরপুর গাবতলী স্থায়ী হাট ও খিলক্ষেত এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গার হাটটির ইজারার দর উন্মুক্ত হবে। এ ছাড়াও মেরুলবাড্ডা কাঁচাবাজার ও বালুর মাঠের পাশে পূ্র্ব হাজীপাড়ার খালি জায়গার এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আরও দুইটি হাট বসানোর প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন কর্পোরেশনের সম্পত্তি বিভাগ।

ডিএনসিসির সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম  বলেন, মঙ্গলবার সাতটি হাটের ইজারা উন্মুক্ত হয়েছে। দুই-একদিনের মধ্যেই এসব হাটের কার্যাদেশ দেওয়া হবে।

ডিএসসিসি সূত্র জানায়, তাদের ৯টি হাটের মধ্যে পাঁচটির ইজারাদার চূড়ান্ত হয়েছে। বাকি চারটির জন্য দুই দফায় দরপত্র আহ্বান করেও ইজারাদার চূড়ান্ত করা যায়নি। সব শেষ তৃতীয় দফার দরপত্র জমার সময়সীমাও গত বৃহস্পতিবার পার হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD