মনোয়ন ফরম জমা দিলেন মাহিয়া মাহি। শুক্রবার (৩০ ডিসেম্বর) ধানমন্ডির আওয়ামীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন মাহি।
সন্ধ্যা ৭ টায় মনোয়ন ফরম জমা দিয়ে আওয়ামীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাথে দেখা করেন মাহি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহি বলেন, মনোয়ন ফরম জমা দিলাম।
ওবায়দুল কাদের বলেন, নায়িকা মাহি চাঁপাইনবাব গন্জ -২ আসন থেকে আয়ামীলীগ থেকে উপনির্বাচনে প্রার্থী হতে আগ্রহী তাই তাকে মনোনয় ফরম কেনার অনুমতি দেওয়া হলো এবং আজকে মাহি মনোনয়ন ফরম জমা দিলো।
ওবায়দুল কাদের আরও বলেন, নায়িকা মাহি আওয়ামীলীগ পরিবারের সন্তান। মাহিকে প্রার্থী করা হবে কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না ওবায়দুল কাদের।
ঢাকাই সিনেমার এই নায়িকা বর্তমানে চাঁপাইনবাব গন্জে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।