ফুটবলের মহরাজা পেলেকে নিয়ে ফেসবুকে পোস্ট করে নেটিজেনদের তোপের মুখে পড়ছেন কলকাতার পাখি খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার।
মধুমিতা সরকার ফেসবুক পেলেকে নিয়ে পোষ্ট করার সময় ব্রাজিলের খেলোয়াড় পেলের ছবির সাথে ভিনিসিয়াসের ছবি যুক্ত করে দেন , এতে সমালোচনার মুখে পড়েন মধুমিতা। পোষ্ট দেওয়ার কিছুক্ষনের পর সেই পোষ্ট সরিয়ে ফেলেন মধুমিতা।
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার পেলের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল দেশের শোবিজ অঙ্গনের অভিনেতা ও অভিনেত্রীরা পোষ্ট করেছেন।
পেলের মৃত্যুতে ব্রাজিলে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। তাছাড়াও, বিশ্বের ফুটবল তারকারা পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ।
বৃহস্পতিবার রাতে১ টায় ব্রাজিলের সাওপাওলো এর আলবার্ট আইনষ্টাইন হাসপাতালে মৃত্যু বরন করেন পেলে।