স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি ঠেলা গাড়ির যুগে ফিরতে চায়। বিএনপি বর্তমানে অগ্নিসন্ত্রাস নৈরাজ্য চালাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিএনপি ধূলিসাৎ করে দিতে চায়, তারা বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতা থেকে টেনেছিচড়ে নামাতে চায়। শুক্রবার ফার্মগেটে সন্ত্রাসী সংগঠন বিএনপি জামায়াতের দেশ বিরোধী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন ।
স্বরাষ্টমন্ত্রী আরও বলেন, আওয়ামীলীগ সরকার পদ্মা সেতু ও মেট্রোরেল নির্মান করেছে তাছাড়াও দেশে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে , বিএনপি আওয়ামীগের উন্নয়ন দেখে হিংসাত্মক খেলায় মেতেউঠেছে এবং দেশের উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে চায়।
সমাবেশ আরও বক্তব্য রাখেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহমেদ হোসেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ সহ আরও অনেকে।