পরীমনি ঢালিউড সিনেমায় অভিনয়ের মুন্সিয়ানা দিয়ে দর্শক মনে জায়গায় করে নিয়েছেন।
নানা কারনে আলোচিত ও সমালোচিত এই নায়িকা। এবার দাম্পত্য জীবেনের ইতি টানতে যাচ্ছেন পরীমনি অর্থাৎ পরীমনি শরীফুল রাজের সংসার তাসের ঘরেরমতো ভেঙ্গে গেছে।
গতকাল ৩০ ডিসেম্বর ( শুক্রবার) শরীফুল রাজের ঘর থেকে বেরিয়ে আসেন পরী এবং সাংবাদিকদের জানিয়েছেন, শরীফুল রাজের সঙ্গে আর সংসার করবেন না তিনি।
পরীমনি বলেন, অনেক চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখার জন্য তবে শেষ পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে রাজের ঘর থেকে বেরিয়ে আসলাম।
জানুয়ারির ২২ তারিখে ১০১ টাকা কাবিনে গাঁটছড়া বাঁধনে আবদ্ধ হন পরীমনি ও শরীফুল রাজ।
তাদের ঘরে শাহীম মুহাম্মদ রাজ্যে নামে একটি পুত্র সন্তান আছে।
শরীফুল রাজের ঘর থেকে বেরিয়ে আসলেও এখনও বিবাহ বিচ্ছেদ হয়নি তাদের। তবে, পরীমনির জানিয়েছেন, শীঘ্রই বিবাহ বিচ্ছেদের কার্যক্রম সম্পন্ন করা হবে।