পর্তুগালের ফুটবল যাদুকর ক্রিস্টিয়ানা রোনালদো যোগ দিলেন সৌদি আরবের ক্লাবে।
সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে খেলবেন এই পর্তুগীজ ফুটবলার। সৌদি আরবের আল নাসের ক্লাবেটির সাথে ৫ বছর চুক্তি সম্পাদন হয়েছে সি আর সেভেন খ্যাত ক্রিষ্টিয়ানা রোনালদোর।
শুক্রবার সৌদি আরবের ক্লাব আল নাসেরের সাথে ৫ বছরের চুক্তি হয় হলেও ৫ বছরে কত টাকা পাবেন এই পর্তুগীজ উইঙ্গার তা প্রকাশ করেননি, তবে প্রতি মৌসুমে ক্লাবটি থেকে ৭৫ মিলিয়ন ডলার করে পাবেন রোনালদো।
এই প্রথম সৌদি আরবের ক্লাবে নাম লেখালেন সি আর সেভেন।
এর আগের ক্লাব ম্যানচেষ্টার ইউনাইটেড এর সাথে চুক্তি বাতিল করেন তিনি।
রােনালদের সাথে ক্লাবটিতে খেলবেন আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া ও উজবেকিস্থান খেলোয়াড়রা ।