1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি রয়েছে সন্দেহে মিরপুরে বাড়ি ঘেরাও, অভিযানে পুলিশ

  • প্রকাশিতঃ শনিবার, ৩১ মে, ২০২৫

এবার জুলাই আন্দোলনের সময় সংগঠিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের করা দুই মামলার আসামি রংপুরের সাবেক এমপি নাছিমা জামান ববি ও তার স্বামী নিসিদ্ধ ঘোষিত রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম অবস্থান করছে সন্দেহে রাজধানীর মিরপুরের একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ শনিবার (৩১ মে) সকাল ৯টার পর থেকে সেখানে অভিযান শুরু করে পুলিশ। এর আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা বাড়িটি ঘিরে রেখে পুলিশকে খবর দেয়।

জানায় যায়, মিরপুর ১ নম্বর এলাকার সেতু হোমস (রাইনখোলা মোড় থেকে চিড়িয়াখানা অভিমুখে) নামের ওই ভবনটিতে এখন অবস্থান করছে পুলিশ।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক আশিক নিউজ টোয়েন্টিফোরকে বলেন, আমরা গতকাল খবর পায়, সাবেক এমপি নাছিমা জামান ববি ও তার স্বামী নিসিদ্ধঘোষিত রংপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম ওই বাড়িতে অবস্থান করছেন। তারা জুলাই হত্যাকাণ্ডের আসামি। আমরা খোঁজ খবর নেওয়ার পর পুলিশে কল করি। রাতে পুলিশ অভিযান না চালিয়ে চলে যান। আমরা বাড়িটির সামনে অবস্থান করি। সকাল ৯টার দিকে ফের পুলিশ এসে অভিযান চালাচ্ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD