1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ২ জুন, ২০২৫

এবার থাইল্যান্ড থেকে ভারতের মুম্বাইয়ে আসা এক ভারতীয় যাত্রীর লাগেজ থেকে বিপুলসংখ্যক বিষধর সাপ উদ্ধার করেছে দেশটির কাস্টমস বিভাগ।

আজ (২ জুন) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, ওই যাত্রীর লাগেজ থেকে ৪৪টি ইন্দোনেশিয়ান পিট ভাইপার, তিনটি স্পাইডার-টেইলড হর্ণড ভাইপার এবং পাঁচটি এশিয়ান লিফ টার্টল উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মুম্বাই কাস্টমস। এই সাপগুলো চেক-ইন লাগেজে লুকানো ছিল বলে জানিয়েছে কাস্টমস।

উদ্ধার হওয়া সাপগুলোর মধ্যে নীল ও হলুদ রঙের কিছু ভাইপার রয়েছে, যাদের একটি বালতিতে রাখা ছবি কাস্টমস কর্তৃপক্ষ প্রকাশ করে একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে বলে জানায়। যিনি থাইল্যান্ড থেকে এসেছেন। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

 

স্পাইডার-টেইলড হর্ণড ভাইপার সাধারণত পাখিদের মতো ছোট প্রাণী শিকার করে, তবে এদের বিষ রয়েছে এবং এরা বিরল প্রজাতির সাপ। এছাড়া উদ্ধার হওয়া এশিয়ান লিফ টার্টল এবং অন্যান্য প্রাণীগুলোও আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের বিপন্ন তালিকাভুক্ত।

বন্যপ্রাণী পাচার প্রতিরোধে মুম্বাই কাস্টমস বিভাগ সচেতনতা ও নজরদারি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD