বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা।
আগামী ৬ ফেব্রুয়ারী বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেনা তারা। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর অবশেষে সাতপাকে বাঁধা হতে যাচ্ছন কিয়ারা ও সিদ্ধার্থ।
যদিও কিয়ারা ও সিদ্ধার্থের প্রেম ভেঙে গেছে এমন গুন্জন চাউর হয়ছিল কিন্তু নিন্দুকের মুখে ছাই দিয়ে গাঁটছড়া আবদ্ধ হচ্ছে তারা।
বলিউডের এই নায়ক নায়িকার বিয়ে অনুষ্ঠিত হবে পারিবারিক লোকজনের উপস্থিতিতে। বিয়ে অনুষ্ঠিত হবে রাজস্হানের প্যালেস জয়সালমের হোটেলে। ৪ ফেব্রুয়ারী হবে কিয়ারা – সিদ্ধার্থের গায়ে হলুদের অনুষ্ঠান।