কুয়েত ফায়ার ফোর্সের জনসংযোগ পরিচালক আল গারিব সোমবার স্থানীয় গণমাধ্যমকে ৬ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
রোববার ভোরে এই অগ্নিকাণ্ডে নিহতরা সবাই এশিয়া ও আফ্রিকার প্রবাসী নাগরিক বলে জানিয়েছেন দেশটির অগ্নিনির্বাপক বাহিনী। ঘটনায় আহতদের দেশটির ফরওয়ানিয়া ও সাবাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, দেশটির দমকল বাহিনী সফলভাবে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আরও প্রায় অর্ধশতাধিক প্রবাসীকে উদ্ধার করতে সক্ষম হয়।