আগামী ৫ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে ঢাকা লিট ফেষ্ট ( বাংলা সাহিত্য উৎসব) । এবারের লিট ফেস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ ও পাকিস্তান সাবেক তারকা ক্রিকেটার জহির আব্বাস। এছাড়াও, আসবেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা।
লিট ফেষ্টে ‘ আই অন দ্য বল ‘ অনুষ্ঠানে বক্তব্য রাখবেন গর্ডন গ্রিনিজ, জহির আব্বাস, মাসাকাদজা এবং বাংলাদেশের সাবেক ক্রিকেটার ইউসুফ বাবু। লিট ফেষ্ট ৫ ফেব্রুয়ারী শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারী পর্যন্ত।
ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার গর্ডন গ্রিনিজ ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালেও বাংলাদেশ দলের কোচ ছিলেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি।
১৯৯৭ সালে যখন গর্ডন গ্রিনিজ বাংলাদেশ দলের কোচ ছিলেন তখন মালয়েশিয়ায় অনুষ্ঠিত আই সিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে।
১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করে । এরপর স্ক্যাটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় জয় পায় বাংলাদেশ।