ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে বছর শেষ করলো টিম টাইগার্সরা। অবশ্য টেষ্টে ভারতে কাছে ওয়াইটওয়াশ হয় বাংলাদেশ। ২০২২ সালে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় দিয়ে বছর শুরু করে বাংলাদেশ। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশ। তাছাড়াও, ওয়েষ্ট ইন্জিকে বিপক্ষেও ওয়েস্ট ইন্ডিজেকে তাদের মাটিতে হোয়াই ওয়াশ করে বাংলাদেশ।
টি-২০ বিশ্বকাপে দুটি জয় পায় বাংলাদেশ তা যথারীতি জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে।
২০২২ সালে শুধু ওয়ানডে ফরম্যাটে সাফল্য অর্জন করেছে সাকিব – তামিমরা। টি- ২০ ও টেস্টে শুধুই খাদের কিনারায় বাংলাদেশ। টি-২০ ও টেস্ট ক্রিকেট এখনও রপ্ত করতে পারেনি বাংলাদেশ। শুধই ব্যর্থতা ও ভরাডুবি।
বাংলাদেশ দলের পোস্টার বয় ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিএসপিএ এর পুরস্কার নেওয়ার পর সাংবাদিকদের বলেন, দেশের সেরা ক্রীড়ীবিদের পুরস্কার পাওয়ার পর দায়িত্ব আরও বেড়ে গেল। সাকিব বিশ্বাস করেন, ২০২৩ সালটা হবে দেশের ক্রিকেটের জন্য সাফল্যের বছর। নতুন এই বছরটা সব ক্রিকেটাররা চাইবে ভালো পারফরম্যান্স করতে।
২০২৩ সালে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং আফগানরা বাংলাদেশ সফরে আসবে।
সাকিব বলেন, বিশ্বকাপ শুরুর পূর্বে অনেক দেশ বাংলাদেশ সফর করবে, সফরকারীদের বিপক্ষে প্রত্যাশিত জয় পাবে বাংলাদেশ।
২০২৩ সাল হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের বছর। এই বছর অক্টোবর – নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হবে বৈশ্বিক এই ক্রীড়া আসর।
বৈশ্বিক আসরটি শিরোপার সাফল্য রঙিন করার প্রত্যায় সাকিবে কন্ঠে।