পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমারান খান গত বছর আততায়ীর হাতে ছুরিকাঘাত হন। ইমরান খান এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। দ্বিতীয় মেয়াদে অনাস্থা ভোটে পরাজিত হন ইমরান খান।
ইমরান খান লাহোরের জামান পার্কে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলোচনায় বলেন, পাকিস্তানের সাবেক সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়ার তাকে প্লে বয় বলে ডাকতেন। ইমরান খানও বাজওয়ার ডাকে সাড়া দিতেন এবং বলতেন হ্যাঁ আমি প্লে বয়।
এমরান খান দাবি করেন, সাবেক সেনাপ্রধান নাটক করে আমাকে ছুরিকাঘাত করেন এবং তার ‘সেটআপমেন্ট’ স্টাব্লিশ করেন।
এছাড়াও, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের তুমুল সমালোচনা করনে তিনি।
তবে, ইমরান খান কবে শেষ সেনাপ্রধানের সাথে বৈঠক করেন তা বলেননি তিনি।
পাকিস্তানের সংবাদ মাধ্যম জি নিউজের খবরে এই তথ্য তুলে ধরা হয়।