এপ্রিলে নির্বাচন ঘোষণায় শুধু বিএনপি নয়, বরং গোটা জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৬ জুন) রাতে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেয়া ভাষণের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপি আশা করেছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
এ সময় তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং অসুস্থ অবস্থায় তাঁর রোগমুক্তির জন্য দোয়া করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চোখের জটিলতা ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে গত ১৩ মে রাতে ব্যাংককে যান বিএনপি মহাসচিব। বৃহস্পতিবার (৬ জুন) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি দেশে ফেরেন। এ সময় তাঁর স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে ছিলেন।