পরীমনি ও শরীফুল রাজের সুখের ঘরে চলছে দুঃখের আগুন। পরীমনি ও শরীফুল রাজের সংসার আর চলমান হচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে শুরু করে ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিনত হয়েছে পরীমনি ও শরীফুল রাজের চলমান ইস্যু।
পরীমনি তার স্বামী শরীফুল রাজের প্রসঙ্গে বলেন, আমি শরীফুল রাজকে ছুটি দিয়ে দিলাম।
এদিকে, পরীমনির স্বামী শরীফুল রাজ বলেন, আমাকে ছুটি দেওয়ার কি আছে আমি কি সরকারি চাকরি করি।
শরীফুল রাজ আরও বলেন, আমার বেড রুমে কি হচ্ছে তা দেশবাসীকে জানে কিভাবে, আমার ফ্যামিলির গোপন বিষয় পরী জনগনকে জানাচ্ছে যা অনুচিত। পরীর কাছ থেকে এমনটি প্রত্যাশা করিনি।
শুক্রবার রাজের ঘর থেকে বেরিয়ে আসলো পরী এবং রবিবার রাজের নির্যাতনের খবর গন মাধ্যমেকে জানালেন পরী।
দু’জনে সংসার জীবনের ইতি টানলেও তাদের একমাত্র সন্তান কার কাছে থাকবে এই বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। আদালতের মাধ্যমে ফয়সালা হবে সন্তান কার কাছে থাকবে এমনটি জানিয়েছে শরীফুল রাজ।