ব্রাজিলের সাবেক ফুটবলার পেলেকে শেষ বিদায় জানালেন নেইমার। সোমবার সান্তোসে পেলেকে অশ্রুসিক্ত চােখে বিদায় দিলেন নেইমার।
মঙ্গলবার সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর পাশে নেকরোপল একিউমেনিকাতে চির নিদ্রায় শায়িত হবেন পেলে।
পেলেকে শেষ বিদায় জানাতে ছুটি নিয়ে পিএসজি থেকে সান্তোসে যান নেইমার।
সান্তোসের মাঠে এক সময় ফুটবলের যাদু দেখাতেন পেলে সেই সান্তোসের মাঠে শেষকৃত্য হচ্ছে পেলের।
ব্রাজিলের সাওপাওলোর আলবার্ট আইন স্টাইন হাসপাতালে ২৯ ডিসেম্বর রাতে মারা যান ফুটবলের এই যাদুকর।
নেইমার বলেন, পেলে ব্রাজিলের ফুটবলকে উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে এবং কালোদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে গেছে। ব্রাজিলের দরিদ্রের সাহায্য সহযোগিতা করছে।
নেইমার আরও বলেন, পেলে ফুটবলের মাঝে বেঁচে থাকবেন এবং কীর্তিমান হয়ে থাকবে।
ফুটবলের কালোমানিক খ্যাত পেলে ব্রাজিলকে ৩ টি বিশ্বকাপ জিতিয়েছে এবং ব্রাজিলের সর্বোচ্চ সংখ্যক গোলদাতা তিনি।