1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন মঞ্জুর

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৬ মাসের জামিন দিয়েছেন আদালত।

সোমবার (২ জানুয়ারি) মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

মঙ্গলবার ( ৩ জানুয়ারি)   বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের রায় দেন হাইকোর্ট।

বিচারপতি মোঃ সেলিম ও বিচার প্রতি মোঃ রিয়াজ উদ্দিনের বেঞ্চ এই রায় দেন।

আদালতে আসামীদের পক্ষে জামিনের   শুনানিতে ছিলেন  সিনিয়র আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন।  রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির।

 

এর আগে ৩ বার বিএনপি মহাসচিব ও স্হায়ী কমিটির সদস্যের আবেদন   নাকচ করে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ( সিএমএম) আদালত।

এদিকে, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে  পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয় এতে একজন নিহত হন এবং বহু কর্মী আহত হন।

বিএনপির নেতকর্মীদের সাথে পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশ বিএনপি নেতাকমীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

গত ৮ ডিসেম্বর নাশতার মামলায় নিজ বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্হায়ী কমিটির সদস্য  মির্জা আব্বাসক গ্রেফতার করে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD