1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জাতীয় নির্বাচনে দায়িত্ব নেবেন না ড. মুহাম্মদ ইউনূস, সবাই মিলিয়ে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন

  • প্রকাশিতঃ বুধবার, ১১ জুন, ২০২৫

 

 

 

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের কোনো দায়িত্বে থাকার ইচ্ছা প্রকাশ করেননি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১১ জুন) যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত সংলাপে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

 

ড. ইউনূস বলেন, ঘোষিত সময়েই নির্বাচন হবে, যা ১৭ বছর পর দেশে ইতিহাসের একটি সুন্দর নির্বাচন হিসেবে ধরা হবে। নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সকল প্রতিষ্ঠানের জন্য কমিশন গঠন করা হয়েছে এবং তাদের সুপারিশ অনুযায়ী কাজ করা হচ্ছে।

তিনি আরও জানান, তারা “জুলাই সনদ” এর জন্য অপেক্ষা করছেন, যা জাতির সামনে উপস্থাপন করা হবে।

 

 

বক্তব্য শুরুতেই ড. ইউনূস বলেন, আমরা একটি ভুল সভ্যতার অংশ হয়ে গেছি এবং নিজেই একটি আত্মবিধ্বংসী সভ্যতা গড়ে তুলেছি। এই অবস্থা থেকে উত্তরণে প্রয়োজন নতুন সভ্যতা গড়ে তোলা, যার জন্য কার্বন নিঃসরণ হ্রাস, বেকারত্ব দূরীকরণ এবং ক্ষুধামুক্ত পৃথিবী গঠন প্রয়োজন।

সংলাপে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ড. ইউনূস বাংলাদেশে আগামী নির্বাচন, রাজনৈতিক পরিবেশ এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD