কনেকনে শীতে কাঁপছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও উত্তরঞ্চল।
শীতে বিপর্যস্ত জনজীবন। হাড়কাপানো শীতে বেসামাল হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা। বেশি সমস্যা পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাছাড়া, স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েছে।
মঙ্গলবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
দেশের নদী অববাহিকায় ও উত্তরঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শারমিন সুলতানা এমন তথ্য জানিয়েছেন ।