1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫

বৃহস্পতিবার গভীর রাতে শুরু হওয়া এই আক্রমণে ইরানের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। এতে দেশটির সামরিক নেতৃত্বে বড় ধরনের ধাক্কা লাগে। এর আগে একই হামলায় ইরানের প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামিও নিহত হন।

মোহাম্মদ বাঘেরি ছিলেন ইরানি সেনাবাহিনীর সর্বোচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা। তার মৃত্যু ইরানের প্রতিরক্ষা কাঠামোয় একটি বড় ধস হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই হামলা ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতার ওপর নজিরবিহীন চাপ সৃষ্টি করেছে।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানায়, হামলায় রাজধানী তেহরানে অবস্থিত আইআরজিসি’র সদর দপ্তরও আঘাতপ্রাপ্ত হয়েছে। সেখান থেকে ধোঁয়ার ঘন কুণ্ডলী ও অগ্নিকাণ্ডের চিত্র প্রকাশ পেয়েছে বিভিন্ন স্থানীয় সংবাদসূত্রে।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ইরান দ্রুতই পাল্টা প্রতিক্রিয়ায় যেতে পারে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD