ফের কলকাতার সিনেমায় চঞ্চল চৌধুরী। কলকাতার ‘পদাতিক’ সিনেমায় অভিনয়ে দিয়ে বাজিমাত করতে যাচ্ছেন চঞ্চল চৌধুরী। বাংলাদেশের ‘হাওয়া ‘ সিনেমায় চঞ্চল তার ক্যারিশমাটিক অভিনয় দিয়ে তারকা বনে গেছেন। বিশেষ করে, চঞ্চল চৌধুরীরর হাওয়া সিনেমার সাদা সাদা কালা কালা গানটির লিপসিং ছিল অসাধারণ যা সিনেমা প্রেমিরা সাদরে গ্রহণ করেছে।
টালিগঞ্জের নির্মাতা সৃজিত মুখার্জির ‘ পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরী নায়িকা হিসেবে দেখা যাবে কলকাতা ছোট ও বড় পর্দার অভিনেত্রী মনামী ঘোষকে।
‘পদাতিক’ সিনেমায় চঞ্চল চৌধুরীকে দেখা যাবে মৃনাল সেনের চরিত্রে এবং মনামী ঘোষকে দেখা যাবে চঞ্চল চৌধুরীর স্ত্রী মৃনাল সেনের স্ত্রীর চরিত্রে ।
কলকাতার ৩৮ বছর বয়সী এই অভিনেত্রী এই প্রথম সৃজিত মুখার্জির সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। জানুয়ারি মাসের মাঝামাঝি ‘পদাতিক’ সিনেমার শুটিং শুরু হবে।
সৃজিত মুখার্জি জনপ্রিয় সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বাইশে শ্রাবন, ইন্টারভিউ, কলকাতা ৭১, রাতভোর এবং মৃগ্যায়া সহ আরও অনেক।