1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
২১শে রজব, ১৪৪৬ হিজরি

রাজকে হুমকির নেপথ্যে কে বা কারা?

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

অভিনেতা শরীফুলরাজ ও পরীমনির লালিত সংসারে অমানিশার ঘোর অন্ধকার নেমে এসেছে। দু’জনের দুটি পথ চলে গেছে বেঁকে। পরীমনি – শরীফুল রাজ দুজনে দুই গ্রহের বাসিন্দারমতো আলাদা থাকছেন। দুজনের ফেসবুক প্রোফাইলের রিলেশনশিপ স্ট্যাটাসে পরিবর্তন দেখা গেছে।

পরীমনি রিলেশনশিপ স্ট্যাটাসে ম্যারিড উইথ শরীফুল রাজ লেখা নেই এবং রাজের রিলেশনশিপ স্ট্যাটাসও ম্যারিড উইথ পরীমনি লেখা  নেই।

 

সংসার সাগরে দুঃখ তরঙ্গে খেলা আশাই তার এক মাত্র ভেলা।  রাজ- পরী দম্পতি আশা নিয়ে সাতপাঁকে বাঁধা পড়লেও দাম্পত্য জীবনের কলহে দানা বেঁধেছে সন্দেহে। একে-অপরকে  সন্দেহ থেক সংসারে ফাটল শুরু,  শেষ পরিনতি বিচ্ছেদের সানাই এর সুর বেজে ওঠা। হ্যাঁ এমনটি হতে যাচ্ছ পরী- রাজের দাম্পত্য জীবনে। বাকিটা শুধু আনুষ্ঠানিকতা ।

 

মঙ্গলবার ভোর রাত ৪ টা ৪৮ মিনিটে শরীফুল রাজ তার ফেসবুক প্রোফাইলে  লেখেন,  হ্যালো গডফাদারস অ্যান্ড গং, আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা আই উড লাভ টু চিয়ার্স।

শরীফুল রাজের এই লেখায় অনুমান করা যাচ্ছে কে বা কারা তাকে হুমকিধামকি দিচ্ছে। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার জবাব দিয়েছেন শরীফুল রাজ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD