1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

“মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ”

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ জুন, ২০২৫

খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী (৭০)-কে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন। শনিবার (১৪ জুন) দুপুরে ফুলবাড়ী গেট বাজারে এ ঘটনা ঘটে। পরে তাকে খানজাহান আলী থানায় সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলা। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও ব্যবসায়ীদের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়ে আসছিলেন।

গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি এক মামলায় জামিনে বের হয়ে তিনি ফুলবাড়ী গেট বাজারে আসলে স্থানীয় লোকজন তাকে চিহ্নিত করে ঘিরে ফেলেন এবং গণধোলাই দেন

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি তার জামার কলার ধরে রেখেছেন, আর আশপাশের লোকজন তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এবং অতীত নির্যাতনের বর্ণনা দিচ্ছেন। একজন মধ্যবয়সী ব্যক্তি বলতে শোনা যায়, “আমার বুড়ো বাপকেও তুই ছাড়িসনি। তাকেও মারতে গেছিস।”

খানজাহান আলী থানার ওসি মো. কবির হোসেন বলেন, “লিয়াকত আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি আত্মগোপনে ছিলেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD