বাংলাদেশ প্রিমিয়ারলীগ (বিপিএল) নিয়ে বেশ উচ্ছসিত ঢাকা ডমিনেটরসের এই কোচ। চামিন্দা ভাস ৩ জানুয়ারি ঢাকা ডমিনেটরসের খেলোয়ারদের মাঠে অনুশীলন করান। বাংলাদেশের বিপিএল নিয়ে ভাস বলেন, বিপিএল আসর বেশ কয়েক বছর থেকে হচ্ছে, এটি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে লাগব হবে।
ঢাকা ডমিনেটরসের হয়ে খেলবেন তাসকিন আহমেদ। তাসকিনকে নিয়ে ভাস বলেন, তাসকিন বাংলাদেশের হয়ে সব ফরম্যাটে ভালো বোলিং করছে। ভবিষ্যতে বাংলাদেশের সেরা বোলার হবেন তাসকিন।
পেশার শরীফুলও বাংলাদেশের হয়ে ভালো বোলিং সার্ভিস দিচ্ছে সেই প্রতিভান বোলার এমনটি বলেন এই লংন্কান কোচ।