1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

আরব আমিরাতে ১০৫ কোটি টাকার লটারি জিতলেন – প্রবাসী রায়ফুল

  • প্রকাশিতঃ বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩

সংযুক্ত আরব আমিরাতে ১০৫ কোটি টাকার লটারি জিতলেন মোহাম্মদ রায়ফুল নামে এক প্রবাসী বাংলাদেশি।

আবুধাবির দ্য বিগ র‍্যাফেল ড্র ২৪৭ সিরিজের মেগা পুরস্কারটি জিতেছেন মোঃ রায়ফুল। পুরস্কারটির মূল্যমান ৩৫ মিলিয়ন দিরহাম বাংলাদেশী মুদ্রায় টাকার পরিমাণ ১০৫ কোটি টাকা।  প্রবাসী রায়ফুলের টিকেট নাম্বার হচ্ছে – 043678

লটারির দ্বিতীয় পুরস্কারটি জিতেছেন ভারতের এক নাগরিক যার মূল্যমান ১০ লাখ দিরহাম।

প্রবাসী বাংলাদেশি  মোঃ রায়ফুল লটারি জিতলেও লটারিতে অংশীদার রয়েছেন আরও ২ জন। রায়ফুলসহ লটারির মালিক ৩ জন অর্থাৎ ৩ জন মিলে ১০৫ কোটি টাকা সমভাবে বন্টন করে নিবেন।

রায়ফুল আমিরাতের আল আইনের বাসিন্দা।দীর্ঘ ১২ বছর আমিরাতে বসবাস করে আসছেন রায়ফুল।  তিনি পেশায় একজন গাড়ি চালক।

 

প্রতিমাসে সংযুক্ত আরব আমিরাতে এই র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রতিমাসে লটারির প্রথম পুরস্কারের টাকার মূল্যবদল হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD