1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শান্তর সেঞ্চুরি উদযাপন নিয়ে হাস্যরসে মেতেছে নেট দুনিয়া

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫

 

দীর্ঘ ১৯ মাস পর টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এই সেঞ্চুরি উদযাপন নিয়েই নেট দুনিয়ায় চলছে ব্যাপক আলোচনা ও কৌতুক। তার আগ্রাসী উদযাপন ভঙ্গি অনেকের কাছে সমালোচিত হয়েছে।

ইএসপিএনক্রিকইনফোর একটি ভিডিও অনুসারে, সেঞ্চুরি করার পর শান্তকে বেশ কয়েকটি হাস্যকর উদযাপনে মেতে উঠতে দেখা যায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সুপারম্যানের মতো করে ওড়া। যখন তিনি দুই রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন, তখন প্রথমে বেশ আগ্রাসী ভঙ্গিতে উদযাপন করেন। এরপরই মাঠে সিজদা করে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে ১৯ মাস পর শতকের দেখা পাওয়ায় এমন আগ্রাসী উদযাপনকে অনেকেই অস্বাভাবিক মনে করছেন না। ক্রিকেট বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, একজন ক্রিকেটারের দীর্ঘদিনের চাপ ও অপেক্ষার পর বড় স্কোর করলে এমন আবেগপ্রবণ উদযাপন স্বাভাবিক। অন্যদিকে, কিছু নেট ব্যবহারকারী তার এই ভঙ্গিমাগুলোকে বাড়াবাড়ি এবং হাস্যকর বলে মন্তব্য করেছেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মিম ও ট্রল তৈরি হচ্ছে। শান্তর এই উদযাপন এখন নেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD