1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন করলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ট্রাম্প: মার্কিন গণমাধ্যম

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস। খবরটি প্রথম প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল

সিবিএস জানায়, গত মঙ্গলবার (১৭ জুন) রাতে এই পরিকল্পনা অনুমোদন করা হয়। তবে এক শীর্ষ গোয়েন্দা সূত্র তাদেরকে জানায়, ট্রাম্প ইরানকে শেষবারের মতো সুযোগ দিতে চাচ্ছেন যাতে তারা তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগ করে। সেই কারণে তিনি এখনো হামলা চালানোর নির্দেশ দেননি।

বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে পারি, আবার নাও করতে পারি’। এ বক্তব্যের দ্বারা ইঙ্গিত করে যে বিষয়টি এখনো বিবেচনার স্তরে রয়েছে।

 

এর আগে সিবিএস আরও জানিয়েছিল, ট্রাম্প ইরানের ফরদো পারমাণবিক স্থাপনায় (যেটি একটি আন্ডারগ্রাউন্ড ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র) সরাসরি হামলার বিষয়েও চিন্তা করছেন।

এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থার (সিআইএ) সম্প্রতি জানিয়েছিল যে, ইরান বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালাচ্ছে না। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মূল্যায়নকে অগ্রাহ্য করে দাবি করেছেন, ইরান ‘খুব কাছাকাছি’ চলে এসেছে পারমাণবিক বোমা তৈরি করার ক্ষেত্রে।

চলতি বছরের মার্চে কংগ্রেসে সাক্ষ্য দিতে গিয়ে জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড বলেন, ‘গোয়েন্দা সংস্থা এখনো মনে করে, ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণে নিযুক্ত নয়। ২০০৩ সালে দেশটির সর্বোচ্চ নেতা যে কর্মসূচিটি স্থগিত করেছিলেন, তা এখনো পুনরায় অনুমোদিত হয়নি।’

এই বক্তব্যের বিষয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেন, ‘আমি ওর কথায় গুরুত্ব দিচ্ছি না।’ তিনি নিজের পূর্বের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইরান খুব শিগগিরই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলবে।’

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD