পর্তুগালের তারকা ফুটবলার ও ৫ বারের ব্যালন ডি অর জয়ী ক্রিস্টিয়ানা রোনালদোকে বরন করে নিল মধ্যে প্রাচ্যের দেশ সৌদি আরবের ক্লাব আল নাসের।
রোনালদোকে বরন করে নিতে আল নাসেরের হোম ভেন্যু মরসুল পার্কে ভিড় জমান দর্শকরা।
২৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে ক্রিস্টিয়ান রোনালদোকে বরন করে নেন সৌদিরা।
রোনালদো বলেন, সৌদি আরব এসে পুলকিত হচ্ছে তিনি। বিশেষ করে, সৌদি আরবের মানুষ যেভাবে তাকে বরন করে নিয়েছে তা অবাক করারমতো
রোনালদো বলেন, ইউরোপের ক্লাব গুরুত্বপূর্ণ ছিল এবং সৌদি আরবে এসে খুব ভালো লাগছে। আল নাসেরের দ্বিতীয় ম্যাচে তায়্যির বিপক্ষে মাঠ নামতে প্রস্তুুত সি আর সেভেন।