গাইবান্ধা – ৫ আসনের উপনির্বাচনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
গাইবান্ধা -৫ (সাঘাটা- ফুলছড়ি) ভোট কেন্দ্রে ১২৪২ টি সিসি ক্যামেরা মাধ্যমে নির্বাচন পর্যবেক্ষ করা হয়েছে।
তবে, জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে কিনা তা এখন বলতে পারছেন না সিইসি
শৈত্য প্রবাহের কারনে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিল খুব কম। ভোট কেন্দ্রে ৩৫ শতাংশ ভোট পড়েছে। সকাল ৮ -৩০ মিনিটে ভোটের কার্যক্রম শুরু হয় ।
তাছাড়া, ভোট কেন্দ্রে কোন অপ্রীতিকর এবং সংহিসতার ঘটনা ঘটেনি।
নির্বাচন শেষে চলছে ভোট গনগনার কাজ।
গাইবান্ধা -৫ উপনির্বাচনে ৫ জন প্রাথী নির্বাচন করছেন, একজন প্রার্থী নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৪ জনে।