বাংলাদেশ প্রিমিয়ারলীগ (বিপিএল) এর মান নিয়ে সাকিব আল হাসান বলেন, বিপিএল খেলার আয়োজন করা হয় দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য কিন্তু বাংলাদেশের (বিপিএল) এর মান খুবই নিম্নমানের এবং সেকেলে।
২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ারলীগ (বিপিএল) এর যাত্রা শুরু হয়।দেশে বিপিএল শুরু করার প্রধান উদ্দেশ্য হচ্ছে, টি-২০ ক্রিকেটসহ সব ফরম্যাটের ক্রিকেটের উন্নতি করা ।
সাকিব আরও বলেন, বাংলাদেশ বিপিএল খেলা দেশের বাহিরে কেউ দেখে না। আইপিএল, বিগব্যাশ, পিসিএল, সিপিএল খেলা বিশ্বের লোকজন টিভিতে দেখে কিন্তু বিপিএল দেখারপ্রতি তেমন আগ্রহ দেখায় না।
বাংলাদেশের সব গ্রামে ক্রিকেটের চর্চা হয় কিন্তু সেই ধরনের খেলোয়াড় তৈরি হয় না, কারন, ক্রিকেটের তদারকি তেমন হয় না।
সাকিব বলেন, তাকে বাংলাদেশ ক্রিকেটের নির্বাহির দায়িত্ব দেওয়া হলে এক দু’মাসের মধ্যে বিপিএলসহ সব ফরম্যাটের ক্রিকেটের চেহারা পাল্টে দিবেন ।