1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নেতানিয়াহুকে ‘অবশ্যই চলে যেতে হবে’, সাবেক প্রধানমন্ত্রী বেনেট

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫

ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অবশ্যই চলে যেতে হবে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাত দিয়ে রোববার (২৯ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

নাফতালি বেনেট বলেন, নেতানিয়াহুর ২০ বছর ধরে ক্ষমতায় থাকা অতিরিক্ত এবং স্বাস্থ্যকর নয়। ইসরায়েলি সমাজে যে বিভাজন তৈরি হয়েছে, তার জন্য নেতানিয়াহুর ওপর বড় ধরনের দায় বর্তায়।

 

নেতানিয়াহুর অধীনে ইসরায়েলের অভ্যন্তরে ক্রমবর্ধমান ফাটল সম্পর্কে তিনি বলেন, নেতানিয়াহুর শক্তিশালী সমর্থক রয়েছে ঠিকই, তবে একইসঙ্গে তীব্র বিরোধিতাও রয়েছে।

ইহুদিবাদীদের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গাজা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে যেভাবে প্রশ্ন উঠেছে, তাতে অনেকেই তার পদত্যাগ দাবি করছেন, যার মধ্যে গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনার বিষয়টিও অন্তর্ভুক্ত।

উল্লেখ্য, ২০২১ সালে নেতানিয়াহু বিরোধীদের সঙ্গে জোট গড়ে ১২ বছর টানা ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে সরিয়ে দেন নাফতালি বেনেট। কিন্তু বেনেট ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ মিলে যে নাজুক জোট সরকার গঠন করেছিলেন, তা প্রায় এক বছর পরই ভেঙে পড়ে। এরপর অনুষ্ঠিত আগাম নির্বাচনে নেতানিয়াহু আবার প্রধানমন্ত্রী পদে ফিরে আসেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD