এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন ডাস এলাকায় রিকশায় বসা অবস্থায় এক রিকশাচালক মারা গেছেন। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে যাত্রী ছাউনির পাশে তার মরদেহটি দেখা যায়। পথচারীরা প্রথমে ভেবেছিলেন তিনি ঘুমিয়ে আছেন। পরে তার নিথর দেহ দেখে সন্দেহ হলে গায়ে হাত দিয়ে দেখেন তিনি আর জীবিত নেই।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। রাত ৯টা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০-৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তাকে হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।