রাজধানীর ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রিনা ত্রিপুরা (২০) নামের এক এইচএসসি পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে নর্থ সার্কুলার রোডে মেহেরুন্নেসা গার্লস কলেজের সামনে এ ঘটনা ঘটে। রিনা ত্রিপুরা ওই কলেজেরই শিক্ষার্থী।
ছিনতাইকারীদের ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
রিনার ভাই জুয়েল ত্রিপুরা জানান, গত বছর এইচএসসি পরীক্ষায় আইসিটির দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় এবার পরীক্ষা দিতে বুধবার রাতে বোনের বাসা খাগড়াছড়ি থেকে ভোরে ঢাকার কলাবাগান পৌঁছায় রিনা। সেখান থেকে রিকশা করে কলেজ হোস্টেলে যাওয়ার সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ধানমন্ডির নর্থ সার্কুলার রোডে কলেজের সামনে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এসময় তার মাথায় ও ডান কাঁধে ছুরিকাঘাত করে তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন, এডমিট কার্ড ও প্রয়োজনীও কাগজপত্র নিয়ে পালিয়ে যায়।
জুয়েল আরও জানায়, কলেজ শিক্ষকদের মাধ্যমে খবর পেয়ে, আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। আগামী ৭ জুলাই ছোট বোনের পরীক্ষা। এডমিট কার্ড ছাড়া সে পরীক্ষা দেবে কীভাবে?
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।