২০২৩ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ নির্ধারন করা হয়েছে।
এশিয়া কাপের আসর বসবে পাকিস্তানে, পাকিস্তানের কোন কোন ভেন্যুতে এশিয়া কাপের ম্যাচ হবে তা বলা হয়নি।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ( এসিসি) প্রধান জয় শাহ এমনটি জানিয়েছেন।
এশিয়াকাপের একেই গ্রুপে দেখা যাবে ভারত, পাকিস্তানকে, অন্যদল আসবে বাছাই পর্বের বৈতরণি পার করে।
অন্যদিকে, বর্তমান এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলংন্কার গ্রুপে বাংলাদেশ ও আফগানিস্তান।
২০২২ সালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের শিরোপো জিতে দ্বীপ রাষ্ট্র শ্রীলংন্কা।