1. [email protected] : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. [email protected] : unikbd :
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,
১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

এনসিপির সমাবেশে লোক বেশি দেখানোর চেষ্টা করছে মিডিয়া

  • প্রকাশিতঃ রবিবার, ৬ জুলাই, ২০২৫

 

এবার বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন হয়েছে মাত্র কয়েক মাস হচ্ছে। তারা মাত্র দলটা গোছাতে শুরু করেছে। কেবল মাত্র গণসংযোগ শুরু করেছে। তাদের নিউজগুলো ফেসবুকসহ মিডিয়াতে আসছে। কিন্তু আমি লক্ষ্য করছি, সাংবাদিক ও ক্যামেরা ম্যানরা আপ্রাণ চেষ্টায় আছে কীভাবে তাদের সমাবেশে বেশি লোক দেখানো যায়।

রোববার রাতে যুমনা টেলিভিশনের রাজনীতি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, আমি নিজে তো জনসভা করি তাই আমি সেই আপ্রাণ চেষ্টাটা বুঝি। সেটা হচ্ছে লোক কীভাবে বেশি দেখানো যায়। ক্যামেরাটা এমনভাবে এঙ্গেল করবেন এবং ফোকাস দেবেন যাতে মনে হবে অগণিত মাথা। কিন্তু আসলে মাথার সংখ্যা ততটা নয়। লোকদের পেছনের রিকশাগুলোও দেখা যায়।

একই অনুষ্ঠানে তিনি আরো বলেন, ৩২ নম্বর (শেখ মুজিবুর রহমানের বাড়ি) ভাঙা হলো। এটা নিয়ে কথা বললে অনেকেই আমার পিছনে লাগবেন। লাগলেও কিছু যায় আসে না।

রুমিন ফারহানা বলেন, ২৪+২৪= ৪৮ ঘণ্টা ধরে ৩২ নম্বর ভাঙা একটি বীভৎস রকমের মববাজি। এটা ভাঙার সাথে সাথে সেখানে হিন্দি গান বাজানো হয়েছে। তার সাথে নাচানাচি করাসহ অনেক কিছুই হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD