1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর হত্যা

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

এবার পাকিস্তানের বেলুচিস্তানে ঝোব শহরের কাছে কোয়েটা থেকে লাহোরগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে অন্তত ৯ জন যাত্রীকে অপহরণ ও পরে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা

আজ (১১ জুলাই) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে জিও নিউজ জানিয়েছে, সশস্ত্র হামলাকারীরা বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে নেয় এবং পরে নির্দিষ্টভাবে পরিচয় যাচাই করে ৯ জন নিরপরাধ পাকিস্তানিকে গুলি করে হত্যা করে।  নিহতদের মরদেহ বারখান জেলার রেখনি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বলেন, সন্ত্রাসীরা যাত্রীদের জোরপূর্বক বাস থেকে নামিয়ে পাকিস্তানি পরিচয়ের ভিত্তিতে তাদের হত্যা করেছে। এটি একটি অমানবিক ও কাপুরুষোচিত কাজ। এই হামলার পেছনে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী ‘ফিতনা আল হিন্দুস্তান’ জড়িত।

ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী তৎপর হয়ে যায় এবং আশেপাশের এলাকায় অভিযান শুরু করে। হামলাকারীরা অন্ধকারের সুযোগে পালিয়ে গেলেও তাদের খোঁজে এখনও তল্লাশি অব্যাহত রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD