1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
শুক্রবার, ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুরে শিক্ষার্থীর লাশ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

এবার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সন্ধ্যা ৬টার দিকে পুকুরের পানিতে ভেসে ওঠা অবস্থায় মরদেহটি দেখতে পান শিক্ষার্থীরা।

 

নিহত শিক্ষার্থীর সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, পুকুরপাড়ে শিক্ষার্থীরা হাঁটাহাঁটি করছিলেন। এ সময় তারা পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন।

খবর পেয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দ্রুতই পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়।

 

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ বলেন, “মরদেহটি দেখে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কয়েক ঘণ্টা আগেই সে পানিতে ডুবে গিয়েছিল। উদ্ধার করার সময় তার মধ্যে জীবনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ”

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা মরদেহ উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে পাঠাই। সেখানে নিশ্চিত হওয়া না গেলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তৃপক্ষই মৃত্যুর বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করবে। ”

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাজিদের মৃত্যু কীভাবে ঘটল—তা নিয়ে এখনো কেউ নিশ্চিত নয়। পুলিশ বলছে, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD