1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
সোমবার, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
৯ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ ক্রিকেট দলেকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ জুলাই, ২০২৫

টি-টোয়েন্টি সিরিজে সফরকারী পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আজ বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে শুভেচ্ছা জানান শাহবাজ শরিফ।

ওই এক্স পোস্টে শাহবাজ শরিফ লেখেন, ‘পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। আমি আমাদের ক্রিকেট দলের উদ্দীপ্ত পারফরম্যান্সের জন্য তাদের সাধুবাদ জানাই। জয়-পরাজয় খেলারই অংশ, আর এটাই হলো খেলাধুলার আসল চেতনা।’

‘আমাদের দুই দেশের মধ্যে খেলাধুলার এই সম্পর্ক আমাদের জনগণকে ঐক্যবদ্ধ রাখুক এবং আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে তুলুক’, যোগ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

গতকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮ রানের জয় পায় বাংলাদেশ। এতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হয় লিটনদের। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD