কিছু দিন আগে বাংলাদেশ প্রিমিয়ারলীগ (বিপিএল) এর সমালাচনা করেন সাকিব আল হাসান। বাংলাদেশ প্রিমিয়ারলীগ (বিপিএল) সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, বিপিএল এর অবস্থা হজবরল এবং যাচ্ছে তাই। সাকিব বলেন, আমাকে (বিপিএল) এর প্রধান নির্বাহীর দায়িত্ব দেওয়া হলে দুই একমাসের মধ্যে (বিপিএল) এর পজিশন পরিবর্তন করবো।
এদিকে, আজ বিপিএল এর আয়োজক কমিটি সাকিবকে আগামী বছরের বিপিএল এর ( সিইও) প্রধান নির্বাহীর হওয়ার প্রস্তাব দিয়েছে।
বিপিএল এর গভর্নি কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল জানান, সাকিব যদি চায় তাহলে আগামী বছরের ( বিপিএল) এর প্রধান নির্বাহীর দায়িত্বে যোগদান করতে পারেন।