প্রয়াত জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ হুশিয়ার উচ্চারণ করে বলেন, যারা আমার ছেলে শাহাতা এরিককে কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়ব না।
কসম আল্লাহর এরিককে যারা কষ্ট দিয়েছে আমি তাদেরকে কষ্ট দিব, অপেক্ষা শুধু সময়ে।
আজ ৬ জানুয়ারি (শুক্রবার) জাতীয় পার্টির সিলেটের বিভাগীয় কর্মী সমাবেশ ও সম্মেলন প্রস্তুতি সভার বক্তব্যে বিদিশা এরশাদ এমন কথা বলেন।
তিনি বলেন, সারাদেশে জাতীয় পার্টির পুনর্গঠনের কাজ চলছে, আপনারা আমার শক্তি। আপনারা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পাটিকে শক্তিশালী করবেন
বিদিশা এরশাদ আরও বলেন, এরিক তার বাবার পল্টনের অফিস, বনানীর অফিস, সিলেটের অফিস, চট্টগ্রামের অফিস, রাজশাহীর অফিস ও রংপুরের অফিসে বসবে।