1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার ২২ হাজার

  • প্রকাশিতঃ রবিবার, ১০ আগস্ট, ২০২৫

এবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে ২২ হাজার ৭২ জন আইন লঙ্ঘনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ হাজার ৮৩৩ জন বসবাস আইন লঙ্ঘন, ৪ হাজার ৬২৪ জন সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং ৩ হাজার ৬১৫ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন। অভিযানে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করা এক হাজার ৬৪০ জন ব্যক্তিকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে ৩৫ শতাংশ ইয়েমেন, ৬৪ শতাংশ ইথিওপিয়া এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়াও ৪৮ জনকে অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টার জন্য আটক করা হয়েছে। এই অভিযানে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ বা আড়াল করার অভিযোগে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ২৩ হাজার ৬৩০ জন আইন অমান্যকারী যার মধ্যে ২০ হাজার ৬০১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন মহিলা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর মধ্যে ১৬ হাজার ১৬২ জন ব্যক্তি ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য তাদের কূটনৈতিক মিশনে আবেদন করেছেন, ৩ হাজার ১৩৬ জন ভ্রমণ বুকিংয়ের অপেক্ষায় আছেন এবং ১১ হাজার ৫৮ জন ইতোমধ্যেই বহিষ্কার হয়েছেন।

মন্ত্রণালয় সবাইকে সতর্ক করে বলছে, যে কেউ সীমান্ত লঙ্ঘনকারীদের অবৈধ প্রবেশে সহায়তা করবে, তাদের পরিবহন করবে, আশ্রয় দেবে বা কোন সহায়তা প্রদান করবে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড, ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা, অপরাধে ব্যবহৃত পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত করা হতে পারে। অপরাধীদের জনসাধারণের সামনে নাম প্রকাশ করা হতে পারে।

এই অপরাধে আটক রাখার জন্য একটি বড় অপরাধ হিসেবে বিবেচিত হবে। মন্ত্রণালয় মক্কা, মদিনা, রিয়াদ এবং পূর্ব প্রদেশে ৯১১ অথবা অন্যান্য অঞ্চলে ৯৯৯ এবং ৯৯৬ নম্বরে কল করে আইন লঙ্ঘনকারীদের তথ্য প্রদানের অনুরোধ করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD