জাতীয় চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেতে যাচ্ছেন অভেনেত্রী আজমেরী হক বাঁধন।
২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘রেহানা মরিয় নূর’ ছবিতে ব্যতিক্রমধর্মী অভিনয় করেন বাঁধন। বাঁধনে তার সুদক্ষ অভিনয়শৈলী দিয়ে দর্শকদের নজর কাড়েন ।
শুক্রবার থেকে বাঁধনকে মোবাইলে অভিনন্দন জানান, তার শুভাকাঙ্ক্ষীসহ শোবিজ অঙ্গনের অনেকে।
জাতীয় চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারের বিষয়ে বাঁধন বলেন, এই বিষয় আমি কিছু জানি না এবং আমি কোন বার্তা পায়নি।
এদিকে, বড় পর্দার পাশাপাশ ওয়েব সিরিজেও বেশ সরগরম জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি তার ‘গুটি’ ওয়েব সিরিজটি দর্শকদে হৃদয়ে দোলা দিয়ে গেছে। দর্শক ওয়েব সিরিজটি দেখে তাকে শানিত অভিনয়ের জোয়ারে ভাসিয়েছেন।
‘গুটি’ ওয়েব সিরিজে বাঁধন অভিনয় করছেন মাদক পাচারকারীর চরিত্রে। সুলতানা নামক মাদক ডিলারের চরিত্রে অভিনয় করেন তিনি।
‘গুটি ‘ ওয়েব সিরিজে বাঁধনের নায়ক হচ্ছেন শাহরিয়ার নাজিম জয়।