বাংলাদেশ প্রিমিয়ারলীগ ( বিপিএল) এর দ্বিতীয় দিনে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে মাশরাফি সিলেট সিক্সসার্স, সাকিব আল হাসানের বরিশাল ফরচুন, তামিম ইকবালের খুলনা টাইনাস এবং নাসির হোসেনের ঢাকা ডমিনেটরস।
বিপিএল এর দিনের প্রথম ম্যাচে দুপুরে মাশরাফি সিলেট সিক্সসার্স এর বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের খুলনা ফরচুন।
‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’ মাশরাফি দলে রয়েছেন পাকিস্তানের বিশ্বমানের বোলার আমির সহ আরও তারকা ক্রিকেটার।
বরিশাল দলে ভিড়েছেন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সাকিব, কর্নওয়াল, ইফতার ও মাহমুদ উল্ল্যাহ রিয়াদ।
মাশরাফির সিলেট সিক্সসার্স বিপিএল এর প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেন্জার্সের বিপক্ষে জয় পায়।
এদিকে, সন্ধ্যায় তামিম ইকবালের খুলনার টাইটানাস মাঠে নামবে নাসির হোসেনর ঢাকা ডমিনেটরস এর বিপক্ষে।