ভারত টেনিস তারকা সানিয়া মির্জা ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন। ফেব্রুয়ারীতে দুবাই অনুষ্ঠিত টেনিস টুর্নামেন্ট খেলে অবসরে যাবেন এই টেনিস তারকা।
২০ বছরের ক্যারিয়ারে সানিয়া মির্জা জিতেছেন ৬টি ডাবলস গ্র্যান্ডস্লাম। এই ছাড়াও গতবছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত মহিলা ডাবলস জেতেন ভারতীয় এই টেনিস তারকা।
সানিয়া মির্জা বলেন, ৩৬ বছর বয়সে আর টেনিস খেলা চালিয়ে যাওয়া সম্ভব না। মানসিক ভাবে ফুরফুরে মেজাজে থাকলেও শরীরিকভাবে টেনিস খেলা চালিয়ে যাচ্ছে না তিনি । এই বয়সে টেনিসকে বিদায় নেওয়ার উপযুক্ত সময় বলে মনে করেন সানিয়া।
উল্লেখ্য, এর আগেও টেনিসকে বিদায় দেওয়ার গুন্জন চাউর হলেও খেলা চালিয়ে যান ভারতের সেরা টেনিস তারকা সানিয়া মির্জা।