1. newstatini@gmail.com : নিউজ ডেস্কঃ : নিউজ ডেস্কঃ
  2. admin@newstatini.com : unikbd :
বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাইজেরিয়ায় মসজিদে ফজরের নামাজের সময় ২৭ মুসল্লিকে গুলি করে হত্যা

  • প্রকাশিতঃ বুধবার, ২০ আগস্ট, ২০২৫
নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় মসজিদে একদল বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিবর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত ২৭ জন মুসল্লি। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

আজ বুধবার (২০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আল জাজিরা জানায়, মঙ্গলবার ভোরে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে এ হামলা চালানো হয়। নামাজের জন্য জমায়েত মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালায় সশস্ত্র হামলাকারীরা।

স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটে ভোরের প্রথম প্রহরে, যখন মুসল্লিরা শান্তিপূর্ণভাবে নামাজে অংশ নিচ্ছিলেন। হামলার পরপরই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবরে বলা হয়, এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে জমি, পানি এবং পশু চরানোকে কেন্দ্র করে সংঘাত প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব অঞ্চল দীর্ঘদিন ধরেই অস্ত্রধারী গোষ্ঠীগুলোর সহিংসতার শিকার।

 

ঘটনার পরপরই নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাটসিনা রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের হামলার পর উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধ করা যায়।

প্রসঙ্গত, চলতি বছরের জুনেও নাইজেরিয়ার মধ্যাঞ্চলে এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৪
Developed By UNIK BD